নামজনাব জিতেন চাকমা
পদবীউপ-পরিচালক
ফোন০১৭১৩৬৭৪২৬৭
ইমেইলjitenknsi@gmail.com, knsikhagrachari@gmail.com
     
জনাব জিতেন চাকমা, রাঙ্গমাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুরোঘোনা গ্রামে ১৯৭৪ খ্রিঃ জম্মগ্রহন করেন। তিনি স্কুল জীবনে প্রথমে রুপালী উচ্চবিদ্যালয় পরে রাঙ্গামাটি সরকারী উচ্চবিদ্যালয় হতে এসএসসি পাস করেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ হতে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে প্রত্নতত্ত্ব বিষয়ে বিএ(সম্মান), এমএ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দেশে বিদেশে অনেক প্রশিক্ষণ গ্রহন করেন। জিতেন চাকমা বিভিন্ন সময় ভারত, নেপাল, সুইজারল্যান্ড ভ্রমন করেছেন এবং জাতিসংঘের বিভিন্ন ফোরামে ক্ষুদ্র নৃগোষ্ঠী/আদিবাসী বিষয়ক কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। বিগত ২৮-১২-২০১৮ সালে তিনি ভারপাপ্ত উপপরিচালক হিসেবে যোগদান করেন। বিগত ৩১-০১-২০১৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার "খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক” নিয়োগ করেছেন।