ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের সংস্কৃতি বিকাশ ও উন্নয়ন এবং ইতিহাস, ঐতিহ্য ও আর্থ-সামাজিক আবস্থার বিশ্লেষণ
”খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহের সংস্কৃতি বিকাশ ও উন্নয়ন এবং ইতিহাস, ঐতিহ্য ও আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ” নামে একটি গবেষণা প্রকল্প শেষ হয়েছে। এই গবেষণা প্রকল্পের আওতায় ৫টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইগুলো হচ্ছে-
- পার্বত্য চট্টগ্রামের ভাষা -লেখক- জনাব সুগত চাকমা
- পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি (আলোকচিত্র)- অমিয় কান্তি চাকমা
- গুরুনিয়াপ্রি বলংরায় সন্ন্যাসীর কর্ম ও জীবন-লেখক-জনাব মথুরা বিকাশ ত্রিপুরা
- শরৎচন্দ্র রোয়াজার নির্বাচিত কবিতা-লেখক/সম্পাদক-জনাব সুরজিত নারায়ন ত্রিপুরা
- AMANI KOK-KOK BOROK-লেখক-জনাব বরেন্দ্রে লাল ত্রিপুরা।
এছাড়াও খুব শ্রীঘ্রই নিম্নের ৪টি বই প্রকাশিত হবে-
- খাগড়াছড়ি জেলার চাকমাদের আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ-লেখক-জনাব সুগত চাকমা
- মুক্তিযুদ্ধে খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ভূমিকা-লেখক-জনাব প্রভাংশু ত্রিপুরা
- ত্রিপুরা সমাজ ও সংস্কৃতি-লেখক-জনাব মথুরা বিকাশ ত্রিপুরা
- চাঙমা দাগ ক্দা-লেখক/সংগ্রাহক-জনাব সুবেশ চাকমা